নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে ডিএমপিকে ইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৭, ২৮ অক্টোবর ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ডিএমপি পুলিশ কমিশনারকে এ সংক্রান্ত ইসির চিঠি পাঠিয়েছেন উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম।
সহিদ আব্দুস ছালাম জানান, নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান থাকায় নির্বাচন ভবনের চারপাশে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সম্প্রতি নির্বাচন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি বলেছে, অফিস সময়ের পর ও ছুটির দিনে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নির্বাচন ভবনের সামনের সড়কে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
চিঠিতে বলা হয়েছে, এসব অননুমোদিত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করা এবং ভবনের আশপাশে পুলিশের টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহিদ আব্দুস ছালাম বলেন, ‘সংসদ নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় নির্বাচন ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।’
এর আগে গত ১৩ অক্টোবর ইসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে নির্বাচন ভবনের সামনে অবৈধ ও ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেয়।
চিঠির পরিপ্রেক্ষিতে যৌথবাহিনীর সদস্যরা আগারগাঁওয়ের আলোচিত ‘কেকপট্টি’ এলাকার দোকানগুলো উচ্ছেদ করেন।
উল্লেখ্য, ইসি আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
