বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

৩৮ বছর বয়সে ওয়ানডেতে বিশ্বসেরা ব্যাটার হয়ে ইতিহাস গড়লেন হিটম্যান

 স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৮:০৮, ২৯ অক্টোবর ২০২৫

৩৮ বছর বয়সে ওয়ানডেতে বিশ্বসেরা ব্যাটার হয়ে ইতিহাস গড়লেন হিটম্যান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান আর তৃতীয় ম্যাচে দৃষ্টিনন্দন শতরান করে দলকে জিতিয়েছেন এই ‘হিটম্যান’। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও — প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্বসেরা ব্যাটার হয়েছেন রোহিত।

আরও অবাক করা বিষয় হলো— ৩৮ বছর ১৮২ দিন বয়সে এই কীর্তি গড়েছেন তিনি, যা ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে শীর্ষস্থান অর্জনের রেকর্ড।

র‍্যাংকিংয়ের শীর্ষে রোহিত

অস্ট্রেলিয়া সিরিজের তিন ম্যাচে রোহিত করেছেন মোট ২০২ রান। শেষ ম্যাচে শতরানের পাশাপাশি পেয়েছেন সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭৮১, যা তাকে অন্যদের পেছনে ফেলে দিয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (৭৬৪), আর তৃতীয় স্থানে নেমে গেছেন ভারতের তরুণ ব্যাটার শুভমন গিল।
বিরাট কোহলি রয়েছেন ছয়ে, আর শ্রেয়াস আইয়ার নবম স্থানে উঠে এসেছেন।

শচিনের পর রোহিত

এর আগে কেবলমাত্র একজন ভারতীয় ব্যাটার ৩৮ বছর বয়সের পর বিশ্বসেরা ব্যাটার হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন — শচিন টেন্ডুলকার। ২০১১ সালে টেস্ট র‍্যাংকিংয়ে তিনি এই মাইলফলক ছুঁয়েছিলেন।

রোহিতের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮৮২, যা তিনি পেয়েছিলেন ২০১৯ বিশ্বকাপের পর।


রোহিতের প্রতিক্রিয়া

নিজের পারফরম্যান্স নিয়ে রোহিত বলেন— “খেলা শুরু করার পর থেকে কখনও কোনো সিরিজের প্রস্তুতির জন্য চার-পাঁচ মাস সময় পাইনি। এবার সেটি পেয়েছিলাম এবং নিজের মতো করে প্রস্তুতি নিতে চেয়েছিলাম। সেই প্রস্তুতিই আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন