বাংলাদেশে খেলবে না মিয়ানমার, আফগানিস্তানও আসছে না!
পরিবর্তন হচ্ছে বাংলাদেশ দলের প্রতিপক্ষ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:০৬, ২৯ অক্টোবর ২০২৫
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছিল আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ ম্যাচ। এশিয়ান কাপ বাছাইপর্বের সূচি অনুযায়ী ১৮ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তান ও মিয়ানমার মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে মিয়ানমার। তারা বাংলাদেশে এসে খেলতে রাজি নয়।
বাফুফে সূত্রে জানা গেছে, মিয়ানমার বাংলাদেশ সফরে অনীহা প্রকাশ করায় এশিয়ান কাপের এই ম্যাচটি বাতিল করা হয়েছে। এর ফলে ১৮ নভেম্বরের আফগানিস্তান–মিয়ানমার লড়াই আর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে না।
এর প্রভাব পড়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি পরিকল্পনাতেও। ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা ছিল, সেটিও বাতিল হয়েছে। এখন বাফুফে বিকল্প প্রতিপক্ষ হিসেবে নেপালের সঙ্গে আলোচনা করছে।
বাফুফের সূত্রে জানা গেছে, ‘আফগানিস্তান আমাদের জানিয়েছে— ঢাকায় মিয়ানমার খেলতে চায় না, তাই তারা আসবে না। ১৩ ও ১৮ নভেম্বরের ম্যাচ দুটোই এখন অনিশ্চিত। আফগানিস্তান নতুন ভেন্যু খুঁজছে।’
এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে ম্যাচসূচি ঠিক করার চেষ্টা করছে, যাতে জাতীয় দল নভেম্বরে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে।
