১ দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম: বিটিআরসির জরুরি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৫৫, ২৯ অক্টোবর ২০২৫
যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এক এনআইডিতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বিটিআরসি জানায়, গ্রাহকরা চাইলে নিজের পছন্দের ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে। সময়সীমা শেষ হলে দৈবচয়নের ভিত্তিতে কমিশন অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।
নিজের নামে কতটি সিম আছে, জানতে যা করতে হবে
বিটিআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন খুব সহজেই।
মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ ৪ ডিজিট পাঠালেই তথ্য পাওয়া যাবে।
যদি ডি-রেজিস্টার না করেন
যেসব গ্রাহক নিজের অতিরিক্ত সিম নিজে বাতিল করবেন না, তাদের ক্ষেত্রে বিটিআরসি দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম বাতিল করে দেবে। ফলে ১০টির বেশি সিম ব্যবহারে সীমা অতিক্রম করলে কিছু সিম অকার্যকর হয়ে যাবে।
গ্রাহকদের প্রতি বিটিআরসির অনুরোধ
বিটিআরসি গ্রাহকদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়ে বলেছে, “যে কোনো বিভ্রাট এড়াতে সময়সীমার মধ্যেই আপনার অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার করুন।”
