ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে ভারি বৃষ্টি, পাঁচদিনের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫, ২৯ অক্টোবর ২০২৫
দেশজুড়ে টানা পাঁচদিন বজ্রসহ ভারি বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলোতে তীব্র বৃষ্টিপাত
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত
শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারি বর্ষণ এবং অন্যান্য বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
এই সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি, কিছু অঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি ঢলের সম্ভাবনা তৈরি হতে পারে।
তবে বৃষ্টি প্রশমিত হলে নভেম্বরের শুরুতে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আমেজ দেখা দিতে পারে।
