বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে ভারি বৃষ্টি, পাঁচদিনের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫, ২৯ অক্টোবর ২০২৫

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে ভারি বৃষ্টি, পাঁচদিনের সতর্কতা

দেশজুড়ে টানা পাঁচদিন বজ্রসহ ভারি বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

বৃহস্পতিবার থেকে উত্তরের জেলাগুলোতে তীব্র বৃষ্টিপাত

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের অনেক এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত

শুক্রবার থেকে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারি বর্ষণ এবং অন্যান্য বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

এই সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি, কিছু অঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি ঢলের সম্ভাবনা তৈরি হতে পারে।

তবে বৃষ্টি প্রশমিত হলে নভেম্বরের শুরুতে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আমেজ দেখা দিতে পারে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দলের গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন: কমিশনের সুপারিশে ‘জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই’
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ- ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল, থাকছে নভেম্বরে গণভোটের দাবি
গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার
নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দলের জন্য ৭ কঠোর নির্দেশনা
মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের রুল
এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে পঞ্চম দিনের শুনানি চলছে
তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের