বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৪৩, ৩১ অক্টোবর ২০২৫
 
						বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ খেলার মুহুর্ত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুঃস্বপ্নের রাত পার করল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং–ফিল্ডিং—তিন বিভাগেই ব্যর্থ হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় টি–টোয়েন্টিতেও পরাজিত হলো টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ঘরের মাঠেই লজ্জার রেকর্ড গড়ল লাল–সবুজরা।
অন্যদিকে, ক্যারিবিয়ানরা লিখল নতুন ইতিহাস। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ঘরের বাইরে কোনো সিরিজে ৩–০ ব্যবধানে জয় পেল তারা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ‘অ্যাওয়ে’ সেরা সিরিজ জয় ছিল ২০২০ সালে শ্রীলঙ্কায় ২–০ ব্যবধানে।
প্রথমে ব্যাট করে ওপেনার তানজিদ হাসান তামিমের ৮৯ রানের ইনিংস ছাড়া কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। ইনিংস শেষে ১৫১ রানে অলআউট হয় দল। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। এর বাইরে কেউ দুই অঙ্কের রানও ছুঁতে পারেননি। শেষ দিকে ৪ বলে ৯ রান যোগ করেন তাসকিন আহমেদ।
ক্যারিবিয়ান পেসার রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর। ইনিংসের শেষ ওভারে তানজিদ ও শরীফুলকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার আগে আগের ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানকে আউট করেছিলেন শেফার্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে উইন্ডিজ—৫২ রানে হারায় তিন উইকেট। কিন্তু এরপর ম্যাচ ঘুরিয়ে দেন রোস্টন চেজ ও আকিম অগাস্তে। দুজন মিলে মাত্র ৪৬ বলে যোগ করেন ৯১ রান। চেজ ২৯ বলে ৫০ রান করে ফেরেন, আর অগাস্তে ২৫ বলে ৫০ রান করেন ১টি চার ও ৫টি ছক্কায়।
শেষ দিকে রিশাদ হোসেন দুই উইকেট নিলেও কাজের কাজ হয়ে গিয়েছিল ততক্ষণে। রোভম্যান পাওয়েল ও গুড়াকেশ মোতি বাকি কাজ সম্পন্ন করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে।
বাংলাদেশের জন্য এই পরাজয় শুধু এক সিরিজ হার নয়—এটি এক তীব্র বাস্তবতা, যেখানে ব্যাটিং–বোলিং–ফিল্ডিং—সব দিকেই নতুন করে ভাবতে হবে টাইগারদের।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													