অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজ
৪০ বল হাতে রেখে ভারতের বিপক্ষে দাপুটে জয় অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৪১, ৩১ অক্টোবর ২০২৫
 
						অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজ। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্নের মেঘলা আকাশে টস জিতেই ব্যাট করতে না নেমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল, তা বোঝা গেল কয়েক ঘণ্টার মধ্যেই। ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে মাত্র ১২৫ রানে অলআউট করে ফেলে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
দিনের শুরু থেকেই অস্ট্রেলিয়ার পেসারদের তোপে বিপর্যস্ত ছিল ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে।
প্রথম পাঁচ উইকেট পড়ে যায় মাত্র ৪৯ রানে। ষষ্ঠ উইকেটে কিছুটা লড়াই দেখান অভিষেক শর্মা ও হরষিত রানা। ৪৭ বলে ৫৬ রানের জুটি গড়েন তাঁরা।
ভারতের ইনিংস শেষ হয় ১৮.৪ ওভারে ১২৫ রানে। দলের পক্ষে একমাত্র উজ্জ্বল ব্যাটসম্যান অভিষেক শর্মা—৩৭ বলে ৮ চার ও ২ ছয়ে করেন ৬৮ রান। রানা করেন ৩৫। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড ছিলেন অপ্রতিরোধ্য। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
সহযোগী হিসেবে ছিলেন নাথান এলিস (২/২১), জাভিয়ের বার্টলেট (২/৩৯) ও মার্কাস স্টয়নিস (১/২৪)। ভারতের দুটি উইকেট আসে রানআউটে।
মার্শের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে।
ওপেনার ট্রাভিস হেড ১৫ বলে ২৮ রান করে আউট হলেও অধিনায়ক মার্শ সামনে থেকে নেতৃত্ব দেন। ২৬ বলে ২ চার ও ৪ ছয়ে করেন ৪৬ রান।
ভারতের হয়ে যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন, তবে রান আটকাতে পারেননি কেউই।
অস্ট্রেলিয়া ১৩.২ ওভারেই ১২৬ রান তুলে ৪ উইকেটে জয় পায়।
সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া
ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ায় তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ১৮.৪ ওভারে ১২৫ (অভিষেক ৬৮, রানা ৩৫; হ্যাজলউড ৩/১৩, এলিস ২/২১, বার্টলেট ২/৩৯, স্টয়নিস ১/২৪)।
অস্ট্রেলিয়া: ১৩.২ ওভারে ১২৬/৬ (মার্শ ৪৬, হেড ২৮; বুমরা ২/২৬, বরুণ ২/২৩, কুলদীপ ২/৪৫)।
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)।
সিরিজ অবস্থা: তিন ম্যাচের অস্ট্রেলিয়া-ভারত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ১–০ ব্যবধানে এগিয়ে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													