রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়ে রেকর্ড গড়ে বিশ্বকাপ ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:০১, ৩১ অক্টোবর ২০২৫
 
						ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে রেকর্ডবুক যেন নতুন করে লিখে ফেলল ভারতীয় মেয়েরা। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয় তুলে নিয়ে তারা উঠে গেল ফাইনালে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য ৯ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় হারমনপ্রিত কৌরের দল।
আগামী ২ নভেম্বরের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে আগে ব্যাট করে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ইনিংসের এক বল বাকি থাকতে ৩৩৮ রানে অলআউট হয়। ওপেনার ফোবি লিচফিল্ড ৯৩ বলে ১১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন। ১৫৫ রানের জুটি গড়েন অভিজ্ঞ এলিস পেরিকে নিয়ে। লিচফিল্ড বিশ্বকাপ নকআউটে সেঞ্চুরি হাঁকানো সর্বকনিষ্ঠ (২২ বছর ১৯৫ দিন) ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড গড়েন।
পেরি করেন ৭৭ রান, আর অ্যাশলি গার্ডনার ৪৫ বলে ৬৩ রান করে দলের সংগ্রহ বাড়ান। শেষ দিকে দ্রুত ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া অলআউট হয়। ভারতের পক্ষে শ্রী চরণি ও দিপ্তি শর্মা নেন ২টি করে উইকেট।
৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৩ রানে ফেরেন শেফালি বর্মা, আর অভিজ্ঞ স্মৃতি মান্ধানা আউট হন ২৪ রানে।
সেখান থেকে জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমনপ্রিত কৌর মিলে গড়ে তোলেন ১৬৭ রানের দুর্দান্ত জুটি। হারমনপ্রিত ৮৮ রানে থামলেও অপর প্রান্তে জেমিমা একাই ম্যাচ টেনে নেন শেষ অবধি। ১১৫ বলে সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৭ রানে।
শেষ দিকে দিপ্তি শর্মা (২৪) ও রিচা ঘোষ (২৬) কিছু অবদান রাখেন। শেষ মুহূর্তে আমানজত কৌরের সঙ্গে বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন জেমিমা। আমানজত অপরাজিত থাকেন ১৫ রানে।
ম্যাচ শেষে চোখে জল নিয়ে জেমিমা বলেন,“আমি জানতামই না যে তিন নম্বরে নামতে হবে। টিম মিটিং চলাকালীন আমি গোসল করছিলাম! মাঠে নামার পাঁচ মিনিট আগে জানানো হয়—আমি তিনে ব্যাট করব। আমার লক্ষ্য ছিল একটাই—ভারতকে জেতানো।”
সেঞ্চুরি উদযাপন না করার কারণ প্রসঙ্গে তিনি বলেন,“আমার জন্য ব্যক্তিগত মাইলফলক গুরুত্বপূর্ণ নয়। আমরা আগে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছি—আজ জয়টাই আসল।”
রেকর্ডের খতিয়ান
- নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয়: ভারত – ৩৩৯ রান
- নকআউটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান: ফোবি লিচফিল্ড (২২ বছর ১৯৫ দিন)
- জেমিমা রদ্রিগেজ: ১২৭ (১৩৪ বল)* – ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর দ্বিতীয় সেমিফাইনালে
২ নভেম্বর মুম্বাইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। একদিকে রেকর্ড চ্যাম্পিয়নদের হারিয়ে দুর্দমনীয় ভারত, অন্যদিকে প্রথমবার ফাইনালে পৌঁছানো প্রোটিয়া মেয়েরা—দর্শকরা অপেক্ষা করছেন এক রোমাঞ্চকর শিরোপা লড়াইয়ের।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													