শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

পরিবার বলছে ‘পরিকল্পিত হত্যা’

রাতে পুলিশের অভিযান, পরদিন ধানখেতে রক্তাক্ত মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৯:২১, ৩১ অক্টোবর ২০২৫

রাতে পুলিশের অভিযান, পরদিন ধানখেতে রক্তাক্ত মরদেহ

ময়মনসিংহের হালুয়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের মামলার আসামি আবু সাদাদ সায়েমের (৫০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে পুলিশের অভিযানের পর তিনি নিখোঁজ হন। পরের দিন শুক্রবার ভোরে বাড়ির পাশের ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় সাদাদ পালিয়ে গিয়েছিলেন। 

তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, পুলিশের সহযোগিতায় প্রতিপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে গত শুক্রবার সাদাদের পরিবারের বিরুদ্ধে মামলা হয়। মামলার ১ নম্বর আসামি ছিলেন আবু সাদাদ সায়েম। বৃহস্পতিবার রাত দুইটার দিকে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়ার নেতৃত্বে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদাদ পালিয়ে যান বলে দাবি পুলিশের। পরে শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি ধানখেতে স্থানীয়রা তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পান।

মরদেহ উদ্ধার করে হালুয়াঘাট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা মোসলেম উদ্দিন বলেন, ছোট ভাই মোজাম্মেল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধ থেকেই মামলা হয়। আগামী রবিবার তার ছেলেদের জামিন নেওয়ার কথা ছিল।

তার আগেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে আমার ছেলেকে মেরে ফেলেছে।

নিহতের ছোট ভাই জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, `পুলিশের সহযোগিতায় বাদীপক্ষের লোকজন আমার ভাইকে হত্যা করেছে। অথচ পুলিশ আমাদের কাছ থেকে টাকাও নিয়েছিল। আমরা এই হত্যার বিচার চাই।‘

ঘটনার পর দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসআই মানিক মিয়া। তিনি বলেন, `আমরা আসামিকে ধরতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।‘

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, `নিহতের শরীরে কামড় ও জখমের চিহ্ন আছে, তবে গুরুতর আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।‘

নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ওসি।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন