শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

বঙ্গোপসাগরে এক জালে ১৫০ মণ ইলিশ!

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২১:০৩, ৩১ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে এক জালে ১৫০ মণ ইলিশ!

বঙ্গোপসাগরে এক জালে ১৫০ মণ ইলিশ। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের গভীরে এক জালে ধরা পড়েছে ১৫০ মণ ইলিশ! পরে সেই ইলিশ বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়। এক জালে এত ইলিশ ধরা পড়ার ঘটনা গত ১৭ বছরের মধ্যে এই প্রথম দেখলেন জেলের দল।

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ট্রলারটি পৌঁছালে দেখা যায়, পুরো ট্রলার ভর্তি রুপালি ইলিশ। পরে স্থানীয় ‘সাইফ ফিশ’ নামের আড়তে নিলামের মাধ্যমে ইলিশগুলো বিক্রি হয় ৪০ লাখ ৫০ হাজার টাকায়।

জানা গেছে, গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে এফবি সাফওয়ান-৩ নামের ট্রলারটি কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে যায়। সেদিন বিকেলেই জাল ফেলতেই প্রচুর ইলিশ ধরা পড়ে।

ট্রলারের মাঝি রুবেল হাওলাদার বলেন, “১৭ বছর মাছ ধরছি, কিন্তু একসঙ্গে এত ইলিশ কোনো দিন পাইনি। জাল ফেলার সঙ্গে সঙ্গে মাছ ভরে গেল। শেষ দিকে মাছসহ কিছু জাল পর্যন্ত কেটে ফেলতে হয়েছে।”

ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, “অনেক দিন ধরে সাগরে মাছ কম ছিল, লোকসান হচ্ছিল। এবার এই ইলিশ বিক্রির টাকায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।”

আড়ৎদার মোস্তফা আলম জানান, “আমার আড়তে এই মাছ বিক্রি হয়েছে। গত ১০ বছরে এক টানে এত ইলিশ পাইনি। নিষেধাজ্ঞার পর এবার সমুদ্রে মাছের জোয়ার।”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা সাগরে গিয়েই এত মাছ পেয়েছে, এটা সত্যিই আনন্দের খবর। দীর্ঘদিন পর বিএফডিসিতে কাঙ্ক্ষিত ইলিশ এসেছে।”

স্থানীয় জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ইলিশের প্রজনন বেড়েছে, আর সাগরে ফিরে এসেছে পুরনো প্রাচুর্য।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন