ফরিদপুরে সরোয়ার তুষার
‘নৌকা ডুবে গেছে, শাপলা ভাসবে’
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ০০:৫৭, ১ নভেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, “আগামীতে শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে গেছে, শাপলা ভাসবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় এনসিপির এই নেতা নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে বলেন, “শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন যেহেতু কলি অন্তর্ভুক্ত করেছে, এ কলি কয়েকদিন পানিতে ভিজালেই ফুল ফুটবে। এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন অনেক জল ঘোলা করেছে। একবার বলে দিব না, আবার বলে দিবেন— এই ইগোর জায়গায় যাবেন না।”
ইসিকে ‘বিশেষ দল দ্বারা প্রভাবিত’ আখ্যা দিয়ে সরোয়ার তুষার বলেন, “এই নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত। তাদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।”
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি ‘না ভোট’ এর ক্যাম্পেইন করছে। তাদের ৩০ শতাংশ ভোট যদি না ভোটে যায়, তবু জুলাই সনদ বিপুল ভোটে পাস হবে। তখন তারা আয়নায় মুখ দেখাতে পারবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি। তাদের নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে ‘হ্যাঁ-না’ ভোটের আয়োজন করেছিলেন। অথচ এখন বিএনপি সেই ভোট ব্যবস্থার বিরোধিতা করছে।”
এসময় ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে’ উল্লেখ করে এনসিপি নেতা বলেন, “দেশে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার যে চেষ্টা চলছে, জনগণ তা মেনে নেবে না।”
সভায় সভাপতিত্ব করেন এনসিপির ফরিদপুরের প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ও ফরিদপুর বিভাগীয় সংগঠক রাসেল আহম্মেদ। সভায় ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর ও শরীয়তপুরের কয়েকশ এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
