রুটিন চেকআপে হাসপাতালে ধর্মেন্দ্র, আশ্বস্ত করলেন পরিবারের ঘনিষ্ঠজন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২৯, ১ নভেম্বর ২০২৫
বলিউডের ‘চিরসবুজ নায়ক’ ধর্মেন্দ্রকে হঠাৎ হাসপাতালে ভর্তি করানোয় উদ্বেগ ছড়িয়েছে ভক্তমহলে। বয়স নব্বইয়ের কাছাকাছি হলেও এই অভিনেতা এখনও দারুণ সক্রিয় ও প্রাণবন্ত। শুক্রবার রাতে তাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়।
তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়া শুধুই নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ—কোনও গুরুতর অসুস্থতা নয়। এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, “বয়সের কারণে তিনি নির্দিষ্ট সময় অন্তর কয়েকটি পরীক্ষা করান। এবারও তেমনই রুটিন চেকআপ চলছে। চিন্তার কিছুই নেই, তিনি একদম ভালো আছেন।”
‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘সত্যকাম’-এর মতো কালজয়ী ছবির নায়ক ধর্মেন্দ্রকে এখনো দর্শকরা ভালোবেসে ডাকেন বলিউডের ‘হি-ম্যান’। পর্দার বাইরে তার উজ্জ্বল ব্যক্তিত্ব, মিষ্টি হাসি আর সরল জীবনযাপন তাকে কোটি ভক্তের হৃদয়ে স্থায়ী স্থান দিয়েছে।
ধর্মেন্দ্রর দুই পুত্র সানি দেওল ও ববি দেওল বর্তমানে তাদের নিজ নিজ শুটিংয়ে ব্যস্ত থাকলেও বাবার খোঁজখবর নিচ্ছেন নিয়মিত। পরিবারের সূত্রে জানা যায়, “উনি মন-প্রাণে একদম তরতাজা। হাসপাতালেও সবার সঙ্গে রসিকতা করছেন।”
অভিনেতার ভক্তদের জন্য আরও সুখবর—শীঘ্রই তিনি দেখা দেবেন শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ ছবিতে, যেখানে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ও অভিনেত্রী সিমর ভাটিয়া।
৮৯ বছর বয়সেও ধর্মেন্দ্রর উদ্যম, শৃঙ্খলা ও সিনেমার প্রতি ভালোবাসা এখনও বলিউডের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
