রণবীর কাপুর ফিরিয়ে আনছেন আর.কে. স্টুডিওর জৌলুস,
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:৫৩, ১ নভেম্বর ২০২৫
বলিউডে ফের জেগে উঠছে রাজ কাপুরের কিংবদন্তি উত্তরাধিকার! দাদু রাজ কাপুরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক আর.কে. স্টুডিও ফের চালু করতে যাচ্ছেন নাতি রণবীর কাপুর। দীর্ঘদিন বন্ধ থাকা এই স্টুডিও নতুন করে গড়ে তুলছেন তিনি, যেখানে থাকবে আধুনিক অফিস, প্রজেকশন থিয়েটার ও যৌথ সৃষ্টিশীলতার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম।
শুধু প্রযোজনা নয়, এবার পরিচালকের আসনেও বসতে চলেছেন রণবীর। জানা গেছে, তাঁর প্রথম ছবির চিত্রনাট্য প্রায় চূড়ান্ত। সবচেয়ে বড় খবর—নায়িকার ভূমিকায় দেখা যাবে স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ছবিটি পরিচালনা করবেন রণবীর নিজেই, আর নির্মাণ হবে তাঁদের পারিবারিক প্রযোজনা ব্যানার আর.কে. ফিল্মস-এর অধীনে।
সূত্রের দাবি, এই উদ্যোগে যুক্ত থাকছেন আরও এক নামজাদা পরিচালক অয়ন মুখার্জি, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-এ রণবীর-দীপিকার সঙ্গে কাজ করেছেন। অয়নের পরামর্শেই নাকি রণবীর পরিচালনায় আসার আত্মবিশ্বাস পেয়েছেন।
রণবীরের ঘনিষ্ঠ মহলের মতে, “এটা শুধুই ব্যবসা নয়, পরিবারের উত্তরাধিকার ও রাজ কাপুরের প্রতি শ্রদ্ধা। রণবীর চায় নতুন প্রজন্মকে পুরোনো আর.কে. আত্মার সঙ্গে যুক্ত করতে।”
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই আর.কে. স্টুডিও থেকেই জন্ম নিয়েছিল বলিউডের স্বর্ণযুগের অগণিত ক্লাসিক—‘বরসাত’, ‘আওয়ারা’, ‘ববি’, ‘মেরা নাম জোকার’, ‘সত্যম শিবম সুন্দরম’সহ অসংখ্য কালজয়ী সিনেমা। তবে ২০১৭ সালের ভয়াবহ আগুনে স্টুডিওর অমূল্য ঐতিহ্য ধ্বংস হয়। পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ ব্যয় সামলাতে না পেরে কাপুর পরিবার বিক্রি করে দেয় স্টুডিওটি।
তবুও শেষ হয়নি কিংবদন্তির গল্প। রণবীর কাপুর আবার আলো জ্বালাতে চলেছেন সেই ‘আর.কে.’-এর প্রদীপে—রাজ, ঋষি আর রণবীর—তিন প্রজন্মের হাত ধরে বলিউডে ফিরছে এক ঐতিহাসিক অধ্যায়।
