ইন্দোনেশিয়ার ‘কালো জাদু’ এখন ঢাকায়
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭:১২, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:২৩, ১ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার অতিপ্রাকৃত ভৌতিক চলচ্চিত্র ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ এবার এসেছে বাংলাদেশের পর্দায়। শুক্রবার (৩১ অক্টোবর) সিনেমাটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।
জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর থেকেই সিনেমাটি দেশে-বিদেশে আলোচনায় ছিল। পরে আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর। দর্শক ও সমালোচক—উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছে ছবিটি।

ইন্দোনেশীয় নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।
‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ ও প্রতিশোধকে ঘিরে।
কাহিনির কেন্দ্রীয় চরিত্র ইউলি—এক তরুণী, যার জীবনে শৈশব থেকেই বেদনা ও অন্যায়ের ছায়া। ছোটবেলায় রহস্যজনকভাবে তার মা মারা যান, আর বাবা তাকে ছেড়ে চলে যায়।
একসময় ইউলি এক ধনী পরিবারের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ নেয়। কিন্তু সেখানেই লুকিয়ে আছে তার অতীতের ভয়াবহ স্মৃতি। চাকরি শুরু করার পর থেকেই বাড়িটিতে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা—মাঝরাতে ছায়া দেখা, দেয়ালে রক্তের দাগ, আয়নায় মুখবিহীন প্রতিচ্ছবি, আর রাতে কান্নার শব্দ।
গল্পের অগ্রগতিতে জানা যায়, ইউলির মাকে এক সময় এই পরিবারের সদস্যরা অপমান ও কষ্ট দিয়েছিল। সেই ঘটনার সাক্ষী ছিল ছোট ইউলি। বছর পর ইউলি কালো জাদুর আশ্রয় নেয় প্রতিশোধ নিতে। একে একে বাড়ির সবাই ভয়ংকর পরিণতির মুখে পড়ে।

তবে ইউলির মনেও শুরু হয় দ্বন্দ্ব—সে কি সত্যিই ন্যায়ের প্রতিশোধ নিচ্ছে, নাকি নিজেই শয়তানের খেলায় বন্দি হয়ে পড়েছে?
সিনেমাটি কানাডার ফ্যান্টাসিয়া চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, যেখানে পরিচালক হাদ্রা দায়েং রাতু পান শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার।
সমালোচকদের মতে, ছবিটি আধুনিক হরর ধারার মধ্যেও এক অনন্য আধ্যাত্মিক গভীরতা এনে দিয়েছে।
ঢাকার দর্শকদের মতে, ইন্দোনেশীয় লোকবিশ্বাস ও আধুনিক ভয়ংকর সিনেমাটোগ্রাফির মিশ্রণই সিনেমাটির সবচেয়ে বড় শক্তি। স্টার সিনেপ্লেক্সে ছবিটি ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হচ্ছে।
