প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায় নির্বাচনের প্রস্ততি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪৭, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৩, ১ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক। ছবি: প্রেস উইং
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে তিন বাহিনীর সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ঘিরে যেন কোথাও বিশৃঙ্খলার আশঙ্কা না থাকে, সে বিষয়ে তিন বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।”
তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, “গত ১৫ মাসে তারা যে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা প্রশংসনীয়। নির্বাচনকালেও সেই মনোযোগ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”
বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ও সহায়তার জন্য সব বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। সেনাবাহিনীর প্রায় ৯০ হাজার সদস্য, নৌবাহিনীর আড়াই হাজারের বেশি সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ দল ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। নির্বাচনকালে প্রতিটি উপজেলায় অন্তত এক কোম্পানি সেনা সদস্য দায়িত্বে থাকবেন বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা তিন বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
বৈঠকের শেষাংশে তিন বাহিনীর প্রধান আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
