রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায় নির্বাচনের প্রস্ততি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪৭, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:০৩, ১ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায় নির্বাচনের প্রস্ততি

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক। ছবি: প্রেস উইং

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে তিন বাহিনীর সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন ঘিরে যেন কোথাও বিশৃঙ্খলার আশঙ্কা না থাকে, সে বিষয়ে তিন বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।”

তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, “গত ১৫ মাসে তারা যে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তা প্রশংসনীয়। নির্বাচনকালেও সেই মনোযোগ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, নির্বাচনকালীন নিরাপত্তা ও সহায়তার জন্য সব বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। সেনাবাহিনীর প্রায় ৯০ হাজার সদস্য, নৌবাহিনীর আড়াই হাজারের বেশি সদস্য এবং বিমানবাহিনীর একটি বিশেষ দল ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। নির্বাচনকালে প্রতিটি উপজেলায় অন্তত এক কোম্পানি সেনা সদস্য দায়িত্বে থাকবেন বলে জানানো হয়।

প্রধান উপদেষ্টা তিন বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশের মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

বৈঠকের শেষাংশে তিন বাহিনীর প্রধান আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ