রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

‘দেলুপি’র ট্রেলার

খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০০:৫৩, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:০৬, ২ নভেম্বর ২০২৫

খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প

‘দেলুপি’ সিনেমাটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

সব কিছুতেই যেন ভিন্নতার ছোঁয়া ‘দেলুপি' টিমের। সেটা নাম ঘোষণা হোক কিংবা মুক্তির তারিখ জানানো। ৩১ অক্টোবর (শুক্রবার) প্রকাশ্যে এলো সিনেমাটির ট্রেলার।

খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা দেখানো হয়েছে প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেলারে। সিনেমাটিতে রাজনীতি, ভালোবাসা, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম আর আছে জীবন বদলানোর গল্প।

এর আগে সিনেমার টিজারে দেখানো হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের স্পষ্ট ছায়া। আর ট্রেলারে দেখা মিলেছে সরকার পতনের পরের বাংলাদেশের প্রতিধ্বনি। ট্রেলারের শেষে একজন উৎকণ্ঠা নিয়ে বলছিলেন, "দেশের পরিবেশ পরিস্থিতি যা, তাতে যাত্রা হবে না কাওয়ালি হবে; বুঝে উঠতে পারছি না।"

আগামী ৭ নভেম্বর ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে খুলনায় আর ঢাকাসহ সারা দেশের সিনেমা হলে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের।

‘দেলুপি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

তাওকীর বলেন, ‘আমি সব সময় গণমানুষের কথা বলতে চেয়েছি। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার সকল কাজে চেষ্টা থাকে স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার। এবারও তাই করেছি।’

খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের অভিনয়ে নির্মাণ ‘দেলুপি’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো. জাকির হোসেনসহ অনেকেই।

‘দেলুপি’তে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে চিরনজিৎ বিশ্বাস বলেন, ‘এই সিনেমাতে অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত। এই সিনেমাতে অভিনয় করে আমার স্কিল অনেকটা ডেভেলপ করতে পেরেছি। আর এই টিমের সাথে কাজ করে আমি খুবই আনন্দিত।’

চিরনজিৎ আরও বলেন, ‘পরিচালক, প্রযোজকসহ টিমের প্রত্যেকটা মানুষ সবাই আমাকে খুবই সাহায্য করেছে। অভিনেতা হিসেবে প্রথমবার অভিনয় করছি। তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সাহায্য পেয়েছি। আমি কৃতজ্ঞ সবার কাছে যে, আমি দেলুপি তে অভিনয় করতে পেরেছি।’

‘দেলুপি’ সিনেমাটির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অদিতি রায় অভিনয় করেছেন নূপুর চরিত্রে। তিনি বলেন, ‘‘দেলুপি’-তে অভিনয় অভিজ্ঞতার কথা বলতে হলে বলব আমি কখনও এরকম কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। এর আগে যাত্রাপালায় অভিনয় করেছি, সেখান থেকেই এখানে আসা। তবে মঞ্চ আর পর্দা দুটোই আলাদা। নতুন ধরনের অভিজ্ঞতা হয়েছে দেলুপিতে অভিনয় করে।’’

অদিতি আরও বলেন, ‘একদিন সবাই আমাকে বড় পর্দায় দেখবে সেটা স্বপ্নের মতো লাগত। সেই স্বপ্নটা আমার এভাবে পূরণ হবে সেটা আমি কখনও ভাবিনি।’

‘দেলুপি’ টিমের পক্ষ থেকে সবাইকে সিনেমা হলে যেয়ে সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ