শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

কুড়িগ্রাম থেকে সিঙ্গাপুর: আজ টিভিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮:১২, ৩১ অক্টোবর ২০২৫

কুড়িগ্রাম থেকে সিঙ্গাপুর: আজ টিভিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’

নব্বইয়ের দশক থেকেই দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছে জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। 

এবার অনুষ্ঠানটির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত বেছে নিয়েছেন দেশের একটি ঐতিহ্যবাহী স্থান— কুড়িগ্রাম। দেশের উত্তর প্রান্তের সীমান্ত এই জেলার উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবারের বিশেষ পর্বটি। 

আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’। 

এবারের আয়োজনে সংগীত ও নৃত্যানুষ্ঠানের মূল থিম উত্তরাঞ্চলের প্রাণের সংগীত ‘ভাওয়াইয়া’। অনুষ্ঠানের শুরুতে দেখা যাবে কুড়িগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টিকথা নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান। হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, যেখানে অংশ নিয়েছেন স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশিত হবে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের জনপ্রিয় গান ‘ও কি গাড়িয়াল ভাই’, যা নতুনভাবে গেয়েছেন সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। তবে নতুন সংগীতায়োজনেও সংরক্ষিত রাখা হয়েছে পুরোনো সুরের ঐতিহ্য।

নিয়মিত দর্শক পর্বেও থাকছে ভাওয়াইয়া বিষয়ক প্রশ্নোত্তর ও পরিবেশনা। 

এবারের পর্বে কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামী মানুষের জীবন নিয়ে একাধিক প্রতিবেদন দেখা যাবে। থাকছে মহারানী স্বর্ণময়ী, বীর প্রতীক তারামন বিবি, জননেতা মাওলানা ভাসানী ও চিলমারী নদীবন্দর নিয়ে বিশেষ ফিচার।

এ ছাড়া বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও এর প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মার জীবন ও অবদান নিয়েও থাকছে একটি বিস্তৃত প্রতিবেদন। 

চরাঞ্চলের জীবন-জীবিকা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে রিকতা আখতার বানুর প্রতিষ্ঠিত বিদ্যালয় বিষয়েও থাকছে মানবিক প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন অংশে দর্শকরা ঘুরে আসবেন সিঙ্গাপুরের সেন্ট জনস আইল্যান্ড ও কুসু দ্বীপে, যেখানে প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের মিলনে তৈরি হয়েছে এক স্বপ্নিল সৌন্দর্য।

‘ইত্যাদি’র নিয়মিত চিঠিপত্র পর্ব ছাড়াও থাকছে সময়ের আলোচিত সামাজিক বিষয় নিয়ে নাট্যাংশ— ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’, ‘ভাইরাল ভাইরাস’, ‘বিজ্ঞের ভাব ধরা অজ্ঞ’, ‘উপহার উৎপাত’ ও ‘দায়বোধ বনাম আয়বোধ’।

অভিনয়ে রয়েছেন আবদুল আজিজ, সোলায়মান খোকা, আবদুল্লাহ রানা, সুভাশীষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন