হৃদয় খানের সুরে লিজার নতুন গান ‘নেই অধিকার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৩৯, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									সুরকার ও সংগীতশিল্পী হৃদয় খান–এর সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানটির শিরোনাম— ‘নেই অধিকার’। ভিন্ন ধারার এই গানের কথা লিখেছেন র্যাপার তওফিক আহমেদ। সংগীতায়োজনও করেছেন হৃদয় খান নিজেই।
চন্দন রায় চৌধুরীর নির্দেশনায় গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে কক্সবাজারের মনোরম সৈকতপাড়ে। ভিডিওতে লিজার সঙ্গে মডেল হিসেবে আছেন মোহতারাম বিল্লাহ।
নিজের নতুন গান নিয়ে উচ্ছ্বসিত লিজা বলেন,`‘নেই অধিকার’ গানটি আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। সাধারণত আমি যে ধাঁচের গান করি, তার বাইরে গিয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে কাজ করেছি এবার। গানের কথাগুলো খুব হৃদয়স্পর্শী, আর হৃদয় ভাই এমন সুর বসিয়েছেন যা শ্রোতাদের মনের গভীরে দাগ ফেলবে।‘
তিনি আরও বলেন,`ভিডিওতে নির্মাতা আমাকে একদম নতুনভাবে তুলে ধরেছেন। আমি চেষ্টা করেছি তার নির্দেশনা অনুযায়ী সেরাটা দিতে। আশা করি দর্শক ও শ্রোতারা গানটি ভালোবাসবেন।‘
গানটির ভিডিও কক্সবাজারের সমুদ্রতীর জুড়ে ধারণ করা হয়েছে। সাগরের পটভূমিতে ভালোবাসা, হারিয়ে যাওয়া ও নীরব বেদনার গল্প তুলে ধরা হয়েছে ভিডিওতে।
লিজা জানিয়েছেন,`এই গানটি এক হারিয়ে যাওয়ার গল্প—যেখানে ভালোবাসা আছে, কিন্তু দাবি নেই।‘
সম্প্রতি ইউরোপ সফর শেষ করেছেন লিজা। ২৫ দিনের সফরে ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে সংগীত পরিবেশন করেছেন তিনি। বর্তমানে তিনি আরটিভির শিশু সংগীত রিয়েলিটি শো ‘লিটল স্টার’-এর বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
‘নেই অধিকার’ গানের মিউজিক ভিডিওটি আগামীকাল প্রকাশ পাবে লিজার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গানটির টিজার শেয়ার করে লিজা লিখেছেন—`এ এক হারিয়ে যাওয়ার গান, এক নীরব বেদনার গল্প। নেই অধিকার—আমাদের ভালোবাসার গান, শিগগিরই আসছে আপনাদের জন্য।‘
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													