অভিনয়ে পা রাখছেন অমিতাভ নাতি অগস্ত্য নন্দা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:০৯, ৩১ অক্টোবর ২০২৫
 
						অমিতাভ ও জয়া বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবি: সংগৃহীত
বলিউডে নতুন মুখ হিসেবে আসছেন অমিতাভ ও জয়া বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম বড়পর্দার ছবি ‘ইক্কিস’ । ছবিটি পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতা শ্রীরাম রাঘবন। এর আগে অগস্ত্য নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।
সম্প্রতি বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া বচ্চন নাতির প্রশংসা করে বলেন,“অগস্ত্য খুব দ্রুত শেখে। তার বাবা-মা কেউই অভিনেতা নন, তাই অভিনয়ে সে দিকনির্দেশনা নিচ্ছে দাদা-দাদি ও মামা অভিষেক বচ্চনের কাছ থেকে। আমি সাধারণত নিজের পরিবারকে প্রশংসা করি না, কিন্তু অগস্ত্য আলাদা—ও নিজের পথ নিজেই তৈরি করছে। ঠিক যেমনটা আমি করেছিলাম।”
অগস্ত্য নন্দা হলেন অমিতাভ ও জয়া বচ্চনের মেয়ে লেখিকা শ্বেতা বচ্চন নন্দা ও শিল্পপতি নিখিল নন্দার পুত্র। আসন্ন ‘ইক্কিস’ ছবিতে অগস্ত্যের বিপরীতে অভিনয় করেছেন অক্ষয় কুমারের ভাইঝি সিমর ভাটিয়া।
এর আগে অমিতাভ বচ্চনও নাতির প্রথম বড়পর্দার কাজকে ঘিরে গর্ব প্রকাশ করেছিলেন। এক্স (পূর্বের টুইটার)-এ ‘ইক্কিস’–এর ট্রেলার শেয়ার করে তিনি লিখেছিলেন—“অগস্ত্য! তোমাকে আমি কোলে নিয়েছিলাম তোমার জন্মের পরপরই। কয়েক মাস পর তোমার ছোট্ট আঙুল আমার দাড়ি ধরে টান দিতো। আজ তুমি বিশ্বজুড়ে পর্দায়। তুমি বিশেষ—তোমার কাজে যেন সর্বদা গৌরব আর পরিবারের অহংকার নিয়ে আসো, এই প্রার্থনাই করি।”
অগস্ত্যের বাবা নিখিল নন্দাও ফেসবুকে লিখেছেন—“ইক্কিসের ট্রেলার দেখে আমি গর্বে আপ্লুত। অগস্ত্যের অভিনয়ে আমি শুধু পিতৃগর্বই নয়, এক ভারতীয় হিসেবে আবেগও খুঁজে পেয়েছি। শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খেতরপালের চরিত্রে তার অভিনয় আমাদের জাতির সাহসিকতার প্রতীক।”
শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ একটি যুদ্ধনির্ভর জীবনীমূলক চলচ্চিত্র, যা ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের শহিদ অরুণ খেতরপালের জীবনী অবলম্বনে নির্মিত। ডিসেম্বরেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													