শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

বিজয়নগরে খালেদ হোসেন মাহবুব 

আ.লীগের মতো ভোট ছাপিয়ে ক্ষমতা যেতে চায় না বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১:১২, ১ নভেম্বর ২০২৫

আ.লীগের মতো ভোট ছাপিয়ে ক্ষমতা যেতে চায় না বিএনপি

বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “আওয়ামী লীগের মতো ভোট ছাপিয়ে বিএনপি ক্ষমতা যেতে চায় না। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির এই নেতা বলেন, “বিএনপি জনগণের দল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, সেখানে দেশের সার্বিক সংস্কারের বিস্তারিত উল্লেখ রয়েছে। সেই লক্ষ্যে আমরা আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিজয়নগর উপজেলা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাজার, মোড় ও জনসমাগমস্থলে গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির নীতিমালা ও সংস্কার কর্মসূচি তুলে ধরেন।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাফিজুল রহমান কচি মোল্লা, সহ-সভাপতি এডভোকেট গোলাম সারওয়ার খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদসহ দলের অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন