এক সপ্তাহে ইউক্রেনের ৭ গ্রাম দখলের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:০০, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ০২:২৩, ১ নভেম্বর ২০২৫
এক সপ্তাহে ইউক্রেনের সাতটি গ্রাম দখলের দাবি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে পূর্বাঞ্চলীয় বাহিনী ভস্তক অভিযানে ছয়টি এবং খারকিভ অঞ্চলে পশ্চিমাঞ্চলীয় বাহিনী জাপাদ একটি গ্রাম দখল করেছে।
বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে ইউক্রেনের সামরিক শিল্প কারখানা, জ্বালানি স্থাপনা, পরিবহন অবকাঠামো, সামরিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, ক্রুজ মিসাইল সংযোজন কারখানা ও ড্রোন তৈরির ওয়ার্কশপসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাশিয়া অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে একটি বৃহৎ ও ছয়টি ক্ষুদ্র আক্রমণ চালিয়েছে। এ ছাড়া ইউক্রেনের সেনাদের অস্থায়ী ঘাঁটি ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থানেও হামলা চালানো হয়েছে।
রুশ মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন পাল্টা বিমান হামলা চালালেও রাশিয়া গত এক সপ্তাহে ১৭টি গাইডেড বোমা, যুক্তরাষ্ট্রনির্মিত ১০টি হিমার্স রকেট, দুটি নেপচুন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৭০১টি ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রাশিয়া বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। তবে তিনি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
