শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

জেরুজালেমে দুই লাখ হারেদি ইহুদির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:৪২, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:০২, ৩১ অক্টোবর ২০২৫

জেরুজালেমে দুই লাখ হারেদি ইহুদির বিক্ষোভ

সেনাবাহিনীতে (আইডিএফ) বাধ্যতামূলক যোগ দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে নজিরবিহীন বিক্ষোভে ফেটে পড়েছেন দেশটির কট্টর রক্ষণশীল (আল্ট্রা অর্থোডক্স) ইহুদিরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শহরের প্রধান প্রবেশপথ অবরোধ করে প্রায় দুই লাখ হারেদি ইহুদি ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে জানান, ‘আমরা জেলে যাব, কিন্তু সেনাবাহিনীতে যোগ দেব না।’ তাদের মতে, ধর্মগ্রন্থ তোরা অধ্যয়নই জীবনের প্রধান কর্তব্য। মিছিলজুড়ে ‘তোরা–র পক্ষে জনগণ’ ও ‘ইয়েশিভা বন্ধ মানে ইহুদিবাদের মৃত্যু’ লেখা ব্যানার দেখা যায়। কিছু স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়, ফলে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

ইসরায়েলের হারেদি ইহুদিরা দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীতে যোগদানে ছাড় পেয়ে আসছিল। কিন্তু গাজায় চলমান সামরিক অভিযানে সেনা সংকট দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার সম্প্রতি কট্টর ইহুদি যুবকদেরও সেনাবাহিনীতে যোগদানের নোটিশ পাঠানো শুরু করে।

এ সিদ্ধান্তে ধর্মীয় সমাজে গভীর ক্ষোভ সৃষ্টি হয়েছে, যা নেতানিয়াহুর সরকারের জন্য নতুন রাজনৈতিক ঝড় তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই সংকট তার জোট সরকারের পতন ডেকে আনতে পারে, কারণ তিনি টিকে আছেন ঠিক এই রক্ষণশীল দলগুলোর সমর্থনেই।

‘দ্য টাইমস অব ইসরায়েল’-এর তথ্যমতে, বৃহস্পতিবারের এই বিক্ষোভে ২০১৪ সালের পর প্রথমবারের মতো হারেদি সম্প্রদায়ের সব শাখা একত্র হয় ‘মার্চ অব দ্য মিলিয়ন’ নামে আয়োজিত এই গণমিছিলে।

১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সিদ্ধান্ত হয়েছিল, যারা পূর্ণকালীন ধর্মীয় পাঠে নিয়োজিত থাকবে তারা সেনাবাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে। কিন্তু ২০২৪ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দেয়—সব নাগরিকের মতো কট্টর ইহুদি যুবকদেরও সেনাবাহিনীতে অংশ নিতে হবে।

এই রায়েই বর্তমান রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয়। রায়ের প্রতিবাদে গত জুলাইয়ে রক্ষণশীল দল ইউনাইটেড তোরা জুডাইজম (ইউটিজে) জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। পর্যবেক্ষকদের মতে, এই সংকট ২০২৬ সালের নির্বাচনের আগে নেতানিয়াহুর অবস্থান আরও দুর্বল করে তুলতে পারে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন