আরও দুই জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:০৩, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতি চুক্তি নতুন করে ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, আমিরাম কুপার এবং সাহার বারুচ নামে দুই জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস।
চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে ছেড়ে দিয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা জোরদার এবং সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তির অংশ হিসেবে হামাস ২৮ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দেবে এবং বিনিময়ে ৩৬০ ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ পাবে। বৃহস্পতিবার পর্যন্ত ১৫ জনের মরদেহ হস্তান্তর করেছে সংগঠনটি।
ইসরায়েলি পক্ষের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছে। তবে হামাসের দাবি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ শনাক্ত ও উদ্ধার করতে সময় লাগছে।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													