শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

মুক্তিযুদ্ধে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে: সিপিবি সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫৫, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৫৬, ৩১ অক্টোবর ২০২৫

মুক্তিযুদ্ধে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে: সিপিবি সভাপতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে।’

তিনি শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে শ্রমিক, কৃষক, যুব ও নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ঈদগাহ মাঠসংলগ্ন সেনপাড়ায় সিপিবি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘বামপন্থিদের নেতৃত্বে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ সরকার গঠনের সময় এসেছে। জনগণের মুক্তির একমাত্র পথ সমাজতন্ত্র।’
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় চার মূলনীতির বাস্তবায়ন ছাড়া সত্যিকারের গণতন্ত্র ও উন্নয়ন সম্ভব নয়।

এসময় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধীরা এখন রাষ্ট্রের বিভিন্ন স্তরে পৃষ্ঠপোষকতা পাচ্ছে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তনই সময়ের দাবি।’

সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৫ আসনের সম্ভাব্য প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, ‘জনগণ আজ বৈষম্য, দুর্নীতি ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। সাম্রাজ্যবাদী শক্তি দেশের সম্পদ লুট করছে। গ্যাস, বিদ্যুৎ, টেলিযোগাযোগসহ জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চার মূলনীতি বাদ দিয়ে প্রণীত কোনো সনদে সিপিবি কখনও স্বাক্ষর করবে না।’

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কমরেড লূনা নূর বলেন, ‘বর্তমান সমাজব্যবস্থায় বৈষম্য, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দমননীতি জনগণকে চরম দুরবস্থায় ফেলেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য জনগণের মালিকানাভিত্তিক রাষ্ট্র ও অর্থনীতি গড়ে তুলতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন সিপিবি মহানগর উত্তর সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল এবং পরিচালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল।


 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন