লেবার পার্টির নির্বাচনী মিশন শুরু: ৭৫ আসনে প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৩৬, ৩১ অক্টোবর ২০২৫
 
						বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: সংগৃহীত
নিজস্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ৭৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের হোটেল গ্র্যান্ড তাজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এই তালিকা প্রকাশ করেন।
তিনি বলেন, “লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ, বৈষম্য ও প্রতিহিংসামুক্ত ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র গঠনে বিশ্বাসী। এই লক্ষ্যেই আমরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি।”
ইরান আরও জানান, “দল এখনো কোনো জোট বা আসন সমঝোতায় যায়নি। প্রয়োজনে জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তে সমঝোতা হতে পারে। ঘোষিত প্রার্থীরা প্রাথমিকভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন। নির্বাচন কমিশনের শিডিউল ঘোষণার পর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
লেবার পার্টির আনারস প্রতীকের অধীনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
- ডা. মোস্তাফিজুর রহমান ইরান – ঝালকাঠি-১ ও পিরোজপুর-২
- মো. জাহিদুল ইসলাম – পিরোজপুর-১
- সৈয়দ মো. মিলন – ঝালকাঠি-২
- মো. লিটন খান রাজু – বরগুনা-১
- মুজিবুর রহমান বাদসা – বরগুনা-২
- মো. আশরাফ হোসেন – ভোলা-১
- হেলাল উদ্দিন চৌধুরী – ভোলা-৩
- এস এম সোহেল মাহমুদ – বরিশাল-৫
- মো. রেজাউল রহমান (নাসির তালুকদার) – বরিশাল-৬
- শেখ মোহাম্মদ আলী – ঢাকা-১
- মুফতি আরিফ বিন শহীদ – ঢাকা-৩
- এডভোকেট জোহরা খাতুন জুঁই – ঢাকা-৭
- মিসেস মাহফুজা খানম – ঢাকা-৯
- হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা – ঢাকা-১০
- মিসেস তাহমিনা আক্তার – ঢাকা-১২
- মো. মশিউর রহমান – ফরিদপুর-১
- মাস্টার জহিরুল হক – মাদারীপুর-৩
- মো. শামিম আহমেদ – গাজীপুর-২
- মাওলানা আবদুল বাসেত – মানিকগঞ্জ-৩
- দাতো মো. এবাদত হোসেন – গোপালগঞ্জ-৩
- মাহবুবুর রহমান খালেদ – সিলেট-১
- ডা. কামাল উদ্দিন চৌধুরী – চট্টগ্রাম-২
- মোহাম্মদ আবদুস শুক্কুর – কক্সবাজার-২
- অধ্যাপক টিপু সুলতান – খুলনা-২
- মনিরুল হক মনি – বাগেরহাট-১
- এডভোকেট সিরাজুল ইসলাম খান – দিনাজপুর-৬
- মোহাম্মদ শুভ আহমেদ – লালমনিরহাট-১
- মো. ফেরদাউস আলম – পঞ্চগড়-১
- মো. রাজু বেপারী – পঞ্চগড়-২
(সম্পূর্ণ তালিকা লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তরে প্রকাশিত হয়েছে।)

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													