নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫:১৬, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৪৬, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									আগামী জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে—এমন দৃঢ় অবস্থান জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজে। তবে যেকোনো সিদ্ধান্তই হোক না কেন, নির্বাচনের সময়সীমা ফেব্রুয়ারির ১৫ তারিখের পর যাবে না—এ বিষয়ে সরকারের অবস্থান একেবারে স্পষ্ট।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করছে। আমরা এসবকে হুমকি হিসেবে দেখছি না। গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই সবাই কথা বলবে। প্রধান উপদেষ্টা যা সবচেয়ে উত্তম মনে করবেন, সেটাই হবে দেশের জন্য শ্রেয়।’
তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচারের দিন ঘোষণা করবেন আদালত। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী এবং কোনো রাজনৈতিক প্রভাব এখানে কাজ করছে না।
২৪-এর গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা স্মরণ করে প্রেস সচিব বলেন, ‘স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। আজকের বাংলাদেশে নারীরা পিছিয়ে নেই—প্রতিটি ক্ষেত্রে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে।’
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													