৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:০৯, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									গাজীপুরের জয়দেবপুর জংশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী।
তিনি জানান, উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করেছে। এরপর ঢাকা ও ময়মনসিংহগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনটির পাওয়ার কার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে উভয়মুখী বহু ট্রেন আটকে পড়ে এবং যাত্রীরা কয়েক ঘণ্টা ভোগান্তিতে পড়েন।
বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি সফলভাবে উদ্ধার করে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													