মসজিদে হারামের জুমার খুতবা
কঠিন হৃদয়ের মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২১:৪০, ৩১ অক্টোবর ২০২৫
 
						মসজিদে হারামে জুমার খুতবা দিচ্ছেন শায়খ মাহের আল-মুয়াইকিলি। ছবি: সংগৃহীত
আজ মক্কার মসজিদে হারামে জুমার নামাজের খুতবা প্রদান ও ইমামতি করেছেন শায়খ মাহের আল-মুয়াইকিলি। খুতবায় তিনি মুমিনদের সতর্ক করেছেন কঠিন হৃদয়ের বিপদ সম্পর্কে। হৃদয় কঠিন হয়ে গেলে মানুষ তওবার তওফিক হারায় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়।
খুতবায় শায়খ মাহের আল-মুয়াইকিলি বলেন, মানুষের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়েই আল্লাহর আনুগত্য অর্জন করতে হবে। প্রকৃত সফলতা সেই ব্যক্তির, যে তার সময়কে আল্লাহর ইবাদতে কাজে লাগায় এবং সৎকর্মে জীবন সাজায়।
তিনি মসজিদে হারামের মুসল্লিদের স্মরণ করিয়ে দেন, কবরই পরকালের প্রথম ধাপ। সেখানে মানুষের কোনো সম্পদ, মর্যাদা বা বন্ধুত্ব তার কাজে আসবে না। বরং সেখানে উপকারে আসবে কেবল তার আমল।

মসজিদে হারামে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত
শায়খ মাহের বলেন, যে হৃদয় আল্লাহর জিকিরে কোমল হয় না, সে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। এমন হৃদয় আর আল্লাহর দিকে ফিরে আসে না। তাই মুমিনদের উচিত সর্বদা নিজেদের অন্তর পরিশুদ্ধ রাখা, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত রাখা এবং তওবা ও ইস্তেগফারে অবিচল থাকা।
তিনি আরো বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আমরা আজ আছি, কাল থাকব না। তাই মৃত্যুর আগেই নিজেদের সংশোধন করা জরুরি। কবরের অন্ধকারে কোনো সঙ্গী থাকবে না, থাকবে কেবল আমাদের কর্মফল।
খুতবার শেষাংশে তিনি মুসল্লিদের আহ্বান জানান, তারা যেন কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করে, নফসের খারাপ প্রবৃত্তি থেকে বাঁচে এবং মৃত্যুর আগে প্রকৃত তওবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে।
সূত্র: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													