আজ মক্কা-মদিনায় জুমা পড়াবেন যারা
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১১:৪৮, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৫, ১ নভেম্বর ২০২৫
 
						
									পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববী। জুমার দিনে পৃথিবীর সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এই দুই মসজিদে। এখানে আজকের জুমার নামাজ পড়াবেন ইসলামি বিশ্বের প্রখ্যাত দুই ব্যক্তি।
মক্কার মসজিদে হারামে আজকের জুমার খুতবা দেবেন ও নামাজে ইমামতি করবেন সম্মানিত শায়খ মাহের আল মুয়াইকিলি। তিনি কাবাঘরের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তার সুমধুর তিলাওয়াত ও প্রাঞ্জল ভাষণের জন্য তিনি বিশ্বজুড়ে মুসলমানদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
অন্যদিকে মদিনার মসজিদে নববিতে আজকের জুমার খুতবা দেবেন শায়খ আবদুল বারি আস-সুবাইতি। তিনি রওজা শরিফসংলগ্ন এই পবিত্র মসজিদে বহু বছর ধরে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাণী ও উপদেশে মুসল্লিরা গভীরভাবে অনুপ্রাণিত হন।
প্রতি শুক্রবার বিশ্বের কোটি কোটি মুসলমান হারামাইন শরিফাইনের জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি প্রচারিত হয় এই খুতবা ও নামাজের অনুষ্ঠান।
আজকের জুমা উপলক্ষে মক্কা-মদিনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগত হাজি ও স্থানীয় মুসল্লিরা দুই মসজিদে সকাল থেকেই জড়ো হচ্ছেন পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশে।
সূত্র : ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													