বাংলাদেশ ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য হলেন মুফতি ইউসুফ সুলতান
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৩:০৩, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:১১, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজরি বোর্ডের সদস্য মনোনিত হয়েছেন বিশিষ্ট আলেম ও ইসলামিক অর্থনীতি বিশেষজ্ঞ ড. মুফতি ইউসুফ সুলতান।
বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ ইসলামি ব্যাংকগুলো যাতে শরিয়াভিত্তিক নীতিমালার আলোকে পরিচালিত হয়, সে লক্ষ্যে গঠিত হয়েছে শরিয়া এডভাইজরি বোর্ড (এসএবি)।
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ড. মুফতি ইউসুফ সুলতানকে এই বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করার কথা জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪৪৪তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে গভর্নর মহোদয়ের ওপর অর্পিত ক্ষমতাবলে তাকে এসএবি-এর সদস্য করা হয়েছে।
তার এই মনোনয়ন দেশের ইসলামী ব্যাংকিং ও আর্থিক খাতের শরিয়াভিত্তিক সুশাসন ও নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ড. মুফতি ইউসুফ সুলতান আইএফএ কনসালটেন্সির সহ-প্রতিষ্ঠাতা এবং আদল এডভাইজরি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ অ্যাওফি ফেলোস ফোরাম কর্তৃক বাফ অ্যাওয়ার্ড ২০২৩-এ ভুষিত। পাশাপাশি অ্যাওফির ওয়ার্কিং কমিটির সদস্য ও মাস্টার ট্রেইনার এবং দেশ-বিদেশের নানা প্রতিষ্ঠানের শারিয়া বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘদিন ধরে ইসলামী অর্থনীতি, ফিকহুল মুআমালাত ও শরিয়া নির্ভর ব্যাংকিং বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়াসহ বেশ কিছু দেশে তিনি আমন্ত্রিত আলোচক হিসেবেও অংশগ্রহণ করেছেন। এছাড়া বাহরাইনে অনুষ্ঠিত অ্যাওফির বার্ষিক শারিয়া সভায় একটি সেশনের স্পিকারও ছিলেন।
তিনি ২০০৮ সালে জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা থেকে তাকমিল পরীক্ষায় বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেন।
২০০৯ সালে তার কর্মজীবন শুরু হয় জামিয়াতুল আসাদ আল ইসলামিয়া মাদরাসায় সহকারী মুফতি হিসেবে। পরবর্তীতে ২০১২ সালে তিনি জামিয়া শারইয়্যাহ মালিবাগের দারুল ইফতা বিভাগে ডেপুটি মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি এএওআইএফআই দ্বারা প্রণীত শরিয়া মান অনুযায়ী মুয়ামালাত বা ইসলামি লেনদেনবিষয়ক ফিকহ পাঠদান করতেন।
তিনি ওআইসি-নিয়ন্ত্রিত গাজীপুরের ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইইউটি-তে ইসলামিক স্টাডিজ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও আরবি ভাষা বিষয়ে খণ্ডকালীন শিক্ষক ছিলেন। একই সময়ে তিনি শাবাকা সফট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এই প্রতিষ্ঠানের আওতায় সারাদেশের ওলামায়ে কেরাম ও মাদরাসাশিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
২০১১ সালে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভিতে ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পরে বাংলাদেশ ইসলামি ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরিয়া বোর্ড সিএসবিআইবি আয়োজিত সাতদিনব্যাপী এক কর্মশালায় তিনি বিভিন্ন ইসলামি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ইসলামিক ফাইন্যান্স বিষয়ে বক্তৃতা দেন।
মুফতি ইউসুফ সুলতানের এই নিয়োগ ইসলামি অর্থব্যবস্থার গবেষণা ও নীতিনির্ধারণে নতুন মাত্রা যোগ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													