গণভোট প্রসঙ্গে এখনো কোনো নির্দেশ পায়নি নির্বাচন কমিশন: আনোয়ারুল ইসলাম
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৯:২৪, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:২৯, ৩১ অক্টোবর ২০২৫
 
						নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, গণভোট আয়োজনের বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নির্দেশ পৌঁছায়নি। তিনি বলেন, ‘গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে—এ নিয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেটি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে।’
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ডিসেম্বরের প্রথম ভাগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
প্রতিনিধিত্বমূলক অনুপাত (পিআর) পদ্ধতিতে নির্বাচনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রাজনৈতিকভাবে যা নির্ধারিত হবে, নির্বাচন কমিশন তা অনুসরণ করবে। আশা করি মিডিয়ার সহযোগিতায় ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’
ইসি আনোয়ারুল জানান, প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন নভেম্বর থেকে শুরু হবে। একই সঙ্গে কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচন পরিকল্পনা বিধিমালায় নির্দিষ্ট সংখ্যক প্রতীকের তফসিল থাকে, যা সময় সময় পরিবর্তন বা পরিবর্ধন করা হয়। আমরা বিধিমালা সম্পন্ন করেছি।’
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। পরে কমিশনার আনোয়ারুল ইসলাম কুয়াকাটায় এক কর্মশালায় যোগ দিতে পটুয়াখালী ত্যাগ করেন।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													