লঘুচাপের প্রভাব
৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১০, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৩১ অক্টোবর) এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ‘দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আগামী ২৪ ঘণ্টায় আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে লঘুচাপে পরিণত হতে পারে।’
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													