শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ভাষণ দিলেন তালহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১৬, ৩১ অক্টোবর ২০২৫

ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ভাষণ দিলেন তালহা

বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হলো ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদে। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার মোহাম্মদ তালহা প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ভাষণ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উজবেকিস্তানের সামারকান্দে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে তিনি সভাপতির আসন গ্রহণ করেন। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রদূত তালহা সভাপতি নির্বাচিত হন। আজ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

ইউনেস্কো—একটি আন্তর্জাতিক সংস্থা যা শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের উন্নয়নে কাজ করে—এর ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন।

নিজের প্রথম ভাষণে রাষ্ট্রদূত তালহা বলেন,“আমরা মানুষের দুর্ভোগ—যেমন সংঘাত, অনাহার, যুদ্ধ, গণহত্যা—প্রতি উদাসীন হয়ে পড়েছি। সাংস্কৃতিক বৈচিত্র্য এখন বিভাজনের অস্ত্র হয়ে উঠছে, আর বৈজ্ঞানিক অগ্রগতি মানবজাতির অস্তিত্বের ওপর হুমকি তৈরি করছে।”

তিনি বিশ্ব সম্প্রদায়কে মানবিক মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় দায়িত্বশীল পদক্ষেপ নিতে আহ্বান জানান।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে রাষ্ট্রদূত তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন,“এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। মাতৃভাষার প্রচার ও সংরক্ষণে বাংলাদেশ যে নেতৃত্ব দেখিয়েছে, তা আন্তর্জাতিক অঙ্গনে অনুকরণীয়।”

সাবেক সভাপতি রাষ্ট্রদূত সিমোনা বলেন,“রাষ্ট্রদূত তালহার পেশাগত অভিজ্ঞতা থেকে ইউনেস্কো ও বিশ্ব সম্প্রদায় নতুনভাবে উপকৃত হবে।”

পরে রাষ্ট্রদূত তালহা সামারকান্দে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি।

এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং সভাপতিত্ব—দুই-ই দেশটির আন্তর্জাতিক নেতৃত্বের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন