শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৮, ৩১ অক্টোবর ২০২৫

ইসকন নিষিদ্ধের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে ‘আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ’ এর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। শুক্রবার জুমার নামাজ শেষে ‘আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি ইসকন সংগঠনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় আচার-অনুষ্ঠানের আড়ালে ইসকন সংগঠনটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা চালাচ্ছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ ও শান্তিপ্রিয় দেশ—এখানে কোনো উগ্রবাদী বা ধর্মবিদ্বেষী কার্যক্রম চলতে দেওয়া হবে না।

সমাবেশে বক্তারা বলেন, যদি সরকার ইসকনের কার্যক্রম নিষিদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে দেশব্যাপী শান্তিপূর্ণ গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি দ্রুত তদন্ত করে জাতীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রকাশনা সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আব্দুল লতীফ বলেন,“ইসকন ধর্মীয় ছদ্মাবরণে দেশে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না। সরকারের উচিত অবিলম্বে এ সংগঠন নিষিদ্ধ করা।”

ঢাকা দক্ষিণের সহসভাপতি কাজী হারুনূর রশীদ বলেন,“বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। কিন্তু ইসকন বারবার উসকানিমূলক আচরণ করছে, যা ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যেন এ ধরনের সংগঠনকে কঠোরভাবে দমন করা হয়।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন