সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসির প্রশাসককে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৫, ৩১ অক্টোবর ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা ওয়াসায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএসসির প্রশাসক ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
একই সঙ্গে দুটি দায়িত্বে ছিলেন শাহজাহান মিয়া
শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তাঁকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডি পদ।
এই দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম একসঙ্গে পরিচালনা করছিলেন তিনি। প্রশাসনিক মহলে একাধিক দায়িত্ব পালনের বিষয়ে কিছুদিন ধরেই আলোচনার সৃষ্টি হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। ঢাকা ওয়াসা ও ডিএসসির কার্যক্রমে গতি আনতে এবং নগর সেবায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন নেতৃত্ব আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী কয়েক দিনের মধ্যেই নতুন প্রশাসক ও এমডি নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।
সম্প্রতি ডিএসসির বাস ও ট্রাক টার্মিনালের ইজারা মূল্য পুনর্নির্ধারণ, টিকা সচেতনতা কার্যক্রম, এবং সিটি করপোরেশন আইনের ধারা সংস্কার সংক্রান্ত প্রস্তাবসহ একাধিক বিষয়ে শাহজাহান মিয়ার নেতৃত্বে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
তবে একাধিক দায়িত্ব পালনের চাপে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ধীরগতি দেখা দেওয়ায় সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে অসন্তোষ তৈরি হয় বলেও সূত্র জানিয়েছে।
