মসজিদে নববীর জুমার খুতবা
সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণকর কাজের আহ্বান
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২২:১৭, ৩১ অক্টোবর ২০২৫
 
						মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা দিচ্ছেন শায়খ আবদুল বারি আস-সুবাইতি। ছবি: সংগৃহীত
আজ মসজিদে নববীতে জুমার খুতবায় শায়খ আবদুল বারি আস-সুবাইতি খোদাভীতির ওপর গুরুত্বারোপ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদেরকে কল্যাণকর কাজের আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে যেসব মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তার করেন, তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভাবশালী হওয়া একদিকে আল্লাহর নেয়ামত, অন্যদিকে এটি একটি আমানত।
শায়খ সুবাইতি বলেন, প্রভাবের মূল্য অনুসারীর সংখ্যায় নয়, বরং সমাজে এর ইতিবাচক প্রভাবের গভীরতায় নির্ধারিত হয়।

মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করছেন করছেন মুসল্লিরা। ছবি: সংগৃহীত
তিনি সতর্ক করে বলেন, অনলাইনে প্রকাশিত প্রতিটি বিষয় কিয়ামতের ময়দানে নেক আমলের পাল্লায় ভারী হয়ে উঠতে পারে, যদি মানুষের কল্যাণে কাজ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রত্যেক প্রভাবশালী ব্যক্তিকে চিন্তা করতে হবে, তাদের কনটেন্ট মানুষের হৃদয়ে নেক কাজের প্রেরণা জাগাচ্ছে নাকি বিপরীতে নিয়ে যাচ্ছে।
তিনি আহ্বান জানান, প্রভাবশালীরা যেন তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করেন কল্যাণ, সহমর্মিতা ও ইতিবাচক মূল্যবোধ প্রচারের জন্য। সমাজে নৈতিকতা, মানবতা ও দয়ার বার্তা ছড়িয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য।
খুতবার শেষে খতিব সুবাইতি সবাইকে আল্লাহভীতি, ন্যায়পরায়ণতা ও পরকালের হিসাবের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
সূত্র: ওয়াকালাতুল আম্বাইস সুয়ুদিয়্যাহ

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													