পোপ লিওর তুরস্ক সফর, পরিদর্শন করবেন ব্লু মসজিদ
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৯:২৩, ২৮ অক্টোবর ২০২৫
ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ তার প্রথম বিদেশ সফরে আগামী ২৮ নভেম্বর তুরস্কে যাবেন। সফরকালে তিনি ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মসজিদ (সুলতান আহমদ মসজিদ) পরিদর্শন করবেন। ভ্যাটিকান ইতোমধ্যে লেবানন ও তুরস্ক সফরের পূর্ণসূচি প্রকাশ করেছে।
ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, সফরের প্রথম দিন পোপ লিও তুরস্কের রাজধানী আনকারায় পৌঁছাবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন এবং সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনৈতিক মহলের উদ্দেশে ভাষণ দেবেন। তিনি আনিতকাবিরও পরিদর্শন করবেন। একই দিন ইস্তাম্বুলে যাবেন।
ইস্তাম্বুলে পোপের ব্যস্ত সূচির মধ্যে রয়েছে ক্যাথেড্রাল অব দ্য হোলি স্পিরিটে বিশপ, পুরোহিত, ডিকন ও পাদরিদের সঙ্গে সাক্ষাৎ এবং লিটল সিস্টার্স অব দ্য পুওর নার্সিং হোমে বৃদ্ধদের সঙ্গে দেখা করা। সেখান থেকে তিনি হেলিকপ্টারে ইজনিক (প্রাচীন নাইসিয়া) যাবেন এবং প্রাচীন সেন্ট নিওফাইতোস গির্জার ধ্বংসাবশেষের কাছে আয়োজিত এক আন্তঃসম্প্রদায়িক প্রার্থনায় অংশ নেবেন।
ইজনিক সফর শেষে তিনি ইস্তাম্বুলে ফিরে পাপাল প্রতিনিধি দপ্তরে স্থানীয় বিশপদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করবেন। পরদিন সকালে তিনি ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মসজিদ পরিদর্শন করবেন।
তুরস্কের সফর শেষে তিনি লেবাননের বৈরুতে যাবেন। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও কূটনৈতিকদের উদ্দেশে ভাষণ দেবেন। বৈরুতে পোপ লিওর কর্মসূচিতে রয়েছে ক্যাথলিক প্যাট্রিয়ার্কদের সঙ্গে বৈঠক, শহীদের চত্বরে আন্তধর্মীয় ও ঐক্যবদ্ধ প্রার্থনা অনুষ্ঠান এবং তরুণদের সঙ্গে মতবিনিময়।
সূত্র: তুর্কি টুডে ডটকম
