শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

জমি দখল নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশ: ১৯:১৫, ৩১ অক্টোবর ২০২৫

জমি দখল নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রী আহত

কুড়িগ্রাম সদর উপজেলার হানাগড়ের মাথা এলাকায় বসতভিটা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চিহ্নিত ভূমিদস্যু ইয়াকুব আলী (৫০), রিপন মিয়া (৩০) ও লিটন মিয়া (২৫) লাঠিসোটা নিয়ে স্থানীয় রফিকুল ইসলামের বসতভিটা দখলের উদ্দেশ্যে সেখানে যায়। এ সময় রফিকুল ইসলাম ও তার স্ত্রী কাকলি বেগম বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে রফিকুল ও তার স্ত্রী গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রতিপক্ষরা আচমকা এসে জমি ঘিরে ফেলার চেষ্টা করে। এতে দম্পতি বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত ইয়াকুব আলী ও রিপন মিয়ার মতামত জানতে একাধিকবার ফোন করা হলেও তারা তা রিসিভ করেননি।

ভুক্তভোগী রফিকুল ইসলামের পরিবার জানায়, ঘটনার পরপরই কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ্ সমাজকালকে জানান, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন