হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:২৩, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজের আগের দুই ম্যাচে ব্যর্থতার পর আজ একাদশে আনা হয়েছে একাধিক পরিবর্তন।
আজকের দলে নেই মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাউহীদ হৃদয় ও শামীম পাটোয়ারী। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। টিম ম্যানেজমেন্ট আশা করছে, এই পরিবর্তনগুলো ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য আনবে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম।
টাইগারদের লক্ষ্য আজ জয়ের মাধ্যমে সিরিজের শেষ ম্যাচে সম্মান রক্ষা করা। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ যদি শুরুটা ভালো করতে পারে, তাহলে ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস ফিরে আসবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
স্থান: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
সময়: বিকেল ৬টা (বাংলাদেশ সময়)
সিরিজ অবস্থা: ওয়েস্ট ইন্ডিজ ২–০ এগিয়ে
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													