জ্যোতি-মারুফারা লম্বা সময়ের জন্য বিশ্রামে যাচ্ছে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:১৬, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									বিশ্বকাপের হতাশা কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া নিগার সুলতানা জ্যোতির দল এখন বিশ্রামের পথে।
কিন্তু এই বিশ্রাম শুধুই মানসিক নয়—শারীরিক কারণেও কিছু ক্রিকেটারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে।
বিশ্বকাপ শেষে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি পর্ব। কিন্তু এই টুর্নামেন্টে থাকছেন না জ্যোতি, নাহিদা আক্তার ও মারুফা আক্তার। দীর্ঘ সিরিজ ও ইনজুরিজনিত ক্লান্তি থেকে সেরে উঠতেই বিশ্রামে থাকবেন তারা।
মুম্বাইয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই তিন জাতীয় ক্রিকেটারকে অন্তত এক মাস মাঠের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিসিবি সূত্র জানায়, নারী দলের মূল স্তম্ভ হিসেবেই তারা সবাই গুরুত্বপূর্ণ, তাই কোনো ঝুঁকি না নিয়ে তাদের পূর্ণ বিশ্রামে রাখা হচ্ছে।
এদিকে ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। সিরিজ শুরুর আগে মাসের শুরুতেই প্রস্তুতি ক্যাম্প আহ্বান করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনও সূচি চূড়ান্ত হয়নি, কলকাতা ও কটক সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে।
বিশ্বকাপে ব্যাটারদের ব্যর্থতা, বোলারদের সংগ্রামী লড়াই এবং দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু করেছে বোর্ড।
টিম ম্যানেজমেন্ট বলছে, আগামী সিরিজের আগে ফিটনেস ও ফর্ম দুই দিকেই মনোযোগ দেওয়া হবে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													