টেকনাফে ৩০ হাজার ইয়াবা জব্দ
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০:০৫, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:২৫, ১ নভেম্বর ২০২৫
 
						ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সমাজকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল দুপুর ১টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হলে তাতে লুকানো অবস্থায় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ইজিবাইক ফেলে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত ইয়াবা ও ইজিবাইক জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় সতর্ক ও তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তঘেঁষা টেকনাফে প্রায় প্রতিদিনই বিভিন্ন রুটে ইয়াবা পাচারের চেষ্টা চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিয়মিতই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হলেও পাচারকারীদের হোতারা অধিকাংশ সময় ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													