শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:৪১, ৩১ অক্টোবর ২০২৫

ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল

ফাইল ছবি

বাংলাদেশের মাটিতে ভারতের পুরুষ ক্রিকেট দলের সিরিজ স্থগিত থাকলেও, দুই দেশের মেয়েরা এবার মাঠে নামতে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজে। আগামী ডিসেম্বর মাসে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারত সফরে যাবে, যেখানে তারা ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটের সিরিজ খেলবে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি সময় তিনটি করে ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সফর নিশ্চিত করেছে এবং বর্তমানে দুই

দেশের বোর্ডের মধ্যে সূচি চূড়ান্ত করার আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও কটকে।

বিসিবির এক মুখপাত্র সমাজকালকে বলেন,“প্রস্তাবিত খসড়া সূচি অনুসারে আমরা ১৪-১৫ ডিসেম্বরের দিকে সফরে যেতে পারি। আয়োজক বোর্ড বিসিসিআই আমাদের সেই সময়ের জন্য প্রস্তুতি শুরু করতে বলেছে, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।”

বর্তমানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ চলছে। সেই টুর্নামেন্টের পরই শুরু হবে নতুন চক্রের আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ। ফলে বাংলাদেশ-ভারত সিরিজ দিয়েই শুরু হতে পারে এই নতুন অধ্যায়।

এদিকে, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের ফিটনেস উন্নয়নের লক্ষ্যে আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া নারী এনসিএল থেকে নাম প্রত্যাহার করেছেন। এছাড়া, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তারও ঘরোয়া লিগে অংশ নেবেন না বলে বিসিবি জানিয়েছে।

এবারের নারী বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে জয়ে শুরু করলেও পরবর্তী সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে তারা। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলের আট দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম।

প্রস্তুতি শিবির: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে বাংলাদেশ নারী দলের প্রস্তুতি ক্যাম্প।

সম্ভাব্য ভেন্যু: কলকাতা ও কটক

সম্ভাব্য সময়সূচি: ১৪–১৫ ডিসেম্বর সফর শুরু, ডিসেম্বরের শেষ সপ্তাহে সমাপ্তি

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন