এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ
চাকরি ডেস্ক
প্রকাশ: ১৮:৫২, ৩১ অক্টোবর ২০২৫
 
						এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
চাকরির বিস্তারিত তথ্য এক নজরে
বিষয়                                             বিস্তারিত
প্রতিষ্ঠান                              স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
চাকরির ধরন                             বেসরকারি (ফুলটাইম)
প্রকাশের  তারিখ              ২৯ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ               ০২ নভেম্বর ২০২৫
পদের নাম                              সেলস অফিসার
পদসংখ্যা                               নির্ধারিত নয়
কর্মস্থল    বাংলাদেশের যেকোনো স্থান
আবেদন মাধ্যম    অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট    www.sfbl.com.bd
 
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
ন্যূনতম এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সেলস ও মার্কেটিংয়ে দক্ষতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: অন্তত ১ বছর; তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
বয়সসীমা: সর্বোচ্চ ২৯ বছর।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক।
সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন ভাতা ও বোনাস সুবিধা প্রাপ্তির সুযোগ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													