শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

আমি সেখানে দাঁড়ালাম, আর ঈশ্বর আমার জন্য লড়লেন

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ১৭:১৩, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:১৯, ৩১ অক্টোবর ২০২৫

আমি সেখানে দাঁড়ালাম, আর ঈশ্বর আমার জন্য লড়লেন

ভারতের নারী ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায় লিখলেন জেমিমা রদ্রিগেজ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংসে দলকে ফাইনালে তুললেন এই ব্যাটার। 

ম্যাচ শেষে জেমিমা বলেন—‘আমি জানতাম, শুধু মাঠে দাঁড়াতে হবে। ঈশ্বরই আমার জন্য লড়বেন।’

টুর্নামেন্টের শুরুটা জেমিমার জন্য ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম চার ম্যাচে রান ০, ৩২, ০ ও ৩৩। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশেও জায়গা পাননি। সেসব স্মৃতি মনে করেই ম্যাচ শেষে বলেন—‘দল থেকে বাদ পড়া আমাকে ভীষণ আঘাত করেছিল। প্রতিদিনই মানসিক চাপ সামলাতে মাকে ফোন করতাম। প্রায় প্রতিদিন কেঁদেছি।’

কিন্তু ফাইনাল নিশ্চিত করা সেই ইনিংসের পর তার চোখে ছিল আনন্দাশ্রু। বলেন,‘আমি স্রেফ নিজেকে মাঠে স্থির রাখার চেষ্টা করেছি। ঈশ্বরই বাকিটা সামলে নিয়েছেন।’

প্রথম পর্বে বিশাখাপত্তনমে ভারতের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ডই এবার ভাঙল ভারত। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয় এনে দিলেন জেমিমারা।

২৫ বছর বয়সী এই ব্যাটার ম্যাচে দু’বার জীবন পান—একবার ৮২ রানে, আবার ১০৬ রানে। তবে শেষ পর্যন্ত তিনি ভারতীয় সমর্থকদের উপহার দিলেন ইতিহাসগড়া জয়।

ইনিংসের শেষ দিকে ক্লান্ত জেমিমাকে দেখা যায় নিজের সঙ্গে কথা বলতে। ম্যাচ শেষে ব্যাখ্যা দেন,‘শেষ কয়েক ওভারে আমি বাইবেলের সেই শ্লোকটি মনে করছিলাম—‘শুধু স্থির থাকতে হবে, এবং ঈশ্বর তোমার হয়ে লড়বেন’। আমি ঠিক তাই করেছি।’

এই ইনিংসই ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে দিয়েছে। এখন ভারতের সামনে নতুন লক্ষ্য—বিশ্বকাপ ট্রফি জেতা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন