রোনালদো জুনিয়রের পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৫০, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									ফুটবল ইতিহাসের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো বহুবার বলেছেন—অবসরের আগে একবার ছেলের সঙ্গে মাঠে নামতে চান তিনি। সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা এখন যেন আরও স্পষ্ট। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে আনুষ্ঠানিকভাবে অভিষেক হয়েছে তার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র-এর।
তুরস্কে চলমান ফেডারেশনস কাপ–এর ম্যাচে বৃহস্পতিবার রাতে বদলি হিসেবে মাঠে নামেন ১৫ বছর বয়সী এই তরুণ উইঙ্গার। ম্যাচটিতে তুরস্ককে ২–০ গোলে হারায় পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল। গোল দুটি করেন স্পোর্টিং লিসবনের স্যামুয়েল তাভারেস ও এসসি ব্রাগার রাফায়েল কাবরাল। যোগ করা সময়ে স্বল্প সময়ের জন্য সুযোগ পেলেও মাঠে নামার সঙ্গে সঙ্গেই দর্শকদের মন কাড়েন রোনালদো জুনিয়র।
বর্তমানে আল নাসর একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন জুনিয়র, যেখানে খেলছেন তার বাবা রোনালদো সিনিয়রও। এই টুর্নামেন্টে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল তিনটি ম্যাচ খেলবে। আগামীকাল শনিবার তাদের প্রতিপক্ষ ওয়েলস, আর সোমবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
এর আগে চলতি বছর পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলে খেলার সুযোগ পেয়েছিলেন রোনালদো জুনিয়র। সেই দলে চার ম্যাচ খেলে এক গোলও করেন তিনি। অল্প সময়েই বয়সভিত্তিক দলের সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন এই কিশোর ফুটবলার, যা অনেকেই দেখছেন ভবিষ্যৎ “ফুটবল প্রিন্স”–এর উত্থান হিসেবে।
অন্যদিকে, ৪০ বছর বয়সী রোনালদো সিনিয়র সম্প্রতি তার ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এখন তার লক্ষ্য—২০২৬ বিশ্বকাপের মঞ্চে আরেকবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো।
নিজের ছেলেকে সঙ্গে নিয়ে খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন তিনি। চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন,“আমি আমার ১৪ বছর বয়সী ছেলের সঙ্গে একদিন মাঠে খেলতে চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার ওপর বেশি নির্ভর করছে।”
ফুটবলবিশ্ব এখন তাকিয়ে আছে—রোনালদো জুনিয়র কি পারবেন বাবার সঙ্গে একই মাঠে স্বপ্নের মুহূর্তটি বাস্তবে রূপ দিতে?

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													