বান্দরবানে পাহাড় কেটে রিসোর্ট, ৬ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০:০২, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪৩, ১ নভেম্বর ২০২৫
 
						
									ছাড়পত্র ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা ও পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় বান্দরবানের গ্রিনপিক রিসোর্টসহ ছয়টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেখা যায়— জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালাচ্ছে এবং এক ব্যক্তি পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছেন। এ কারণে পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী ৬টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
যাদের জরিমানা করা হয়েছে
১. আব্দুল আজিজ (নাইক্ষ্যংছড়ি): পাহাড় কেটে পরিবেশর ক্ষতিতে জরিমানা ২ লাখ ৭০ হাজার টাকা
২. গ্রীনপিক রিসোর্ট (বান্দরবান সদর): পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালনায় জরিমানা ৪ লাখ টাকা
৩. বালাঘাটা কৃষাণঘর এগ্রো প্রতিষ্ঠান: ২৫ হাজার টাকা
৪. ছবির করাতকল (নাইক্ষ্যংছড়ি): ১০ হাজার টাকা
৫. জিয়াবুল হক অটো রাইস মিল (লামা): ১০ হাজার টাকা
৬. ফরিদুল আলমের করাতকল (নাইক্ষ্যংছড়ি): ১০ হাজার টাকা
রেজাউল করিম আরও জানান, পরিবেশের অনুমোদন ছাড়া পাহাড় কাটা বা ধ্বংসাত্মক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													