জামালপুরে নদীতে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:০০, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪৪, ১ নভেম্বর ২০২৫
 
						
									জামালপুরের মাদারগঞ্জে গোসল করতে নেমে ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরেক শিশু।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান এলাকার আনার বাড়ির ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত তিনজনই প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের শিক্ষার্থী। তারা হলো— পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির আবু হোসেন ও তৃতীয় শ্রেণির নরিন।
স্থানীয়রা জানায়, বিকেলে চর ভাটিয়ান এলাকার পাঁচ শিশু মিলে ঝিনাই নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে একজন শিশু ইয়াসিন নদী থেকে উঠে আসতে পারলেও বাকি চারজন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়, তবে আরও এক শিশুকে উদ্ধার করতে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘শুক্রবার বিকেলে পাঁচ শিশু একসঙ্গে গোসল করতে যায়। তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযান চলছে।’
স্থানীয়দের মতে, নদীতে পানির স্রোত ছিল বেশ প্রবল। ধারণা করা হচ্ছে, গভীর পানিতে চলে গিয়েই তারা ডুবে যায়। এলাকাজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													