শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

জামালপুরে নদীতে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২১:০০, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪৪, ১ নভেম্বর ২০২৫

জামালপুরে নদীতে গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জামালপুরের মাদারগঞ্জে গোসল করতে নেমে ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরেক শিশু।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান এলাকার আনার বাড়ির ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত তিনজনই প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের শিক্ষার্থী। তারা হলো— পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির আবু হোসেন ও তৃতীয় শ্রেণির নরিন।

স্থানীয়রা জানায়, বিকেলে চর ভাটিয়ান এলাকার পাঁচ শিশু মিলে ঝিনাই নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে একজন শিশু ইয়াসিন নদী থেকে উঠে আসতে পারলেও বাকি চারজন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়, তবে আরও এক শিশুকে উদ্ধার করতে ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘শুক্রবার বিকেলে পাঁচ শিশু একসঙ্গে গোসল করতে যায়। তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকি একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযান চলছে।’

স্থানীয়দের মতে, নদীতে পানির স্রোত ছিল বেশ প্রবল। ধারণা করা হচ্ছে, গভীর পানিতে চলে গিয়েই তারা ডুবে যায়। এলাকাজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন