সিলেটে বাসার ছাদে মিলল আ.লীগ নেতার মরদেহ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২১:২৬, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:০৭, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদ থেকে আবদুর রাজ্জাক নামে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতোই নিজের বাসার ছাদে হাঁটতে ওঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে তার কোনো খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কিছুক্ষণ পর ছাদে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় রাজ্জাকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের শনাক্তে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													