লজ্জায় পড়ে সব পোস্ট ডিলিট করলাম অভিনেত্রী আলিজেহ শাহ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৪০, ৩১ অক্টোবর ২০২৫
 
						পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ। ছবি: সংগৃহীত
পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আলিজেহ শাহ আবারও আলোচনায়—তবে এবার অভিনয়ের জন্য নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক অপ্রত্যাশিত পদক্ষেপের কারণে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের সব ছবি ও পোস্ট ডিলিট করেছেন এই অভিনেত্রী।
জানা গেছে, জীবনের কঠিন সময়গুলো তিনি নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করতেন। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন, সেসব পোস্ট ছিল তার আবেগপ্রবণতা ও মানসিক অস্থিরতার প্রকাশ। তাই আত্মসমালোচনার জায়গা থেকেই পুরোনো সব পোস্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেন আলিজেহ।
নিজের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে আলিজেহ এক ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করে বলেন,“আমি একই সঙ্গে খুশি ও লজ্জিত বোধ করছি। তখন আমি নিজেকেই চিনতাম না। যেসব পোস্ট দিতাম, সেগুলো ছিল আমার ভেতরের কষ্টের প্রতিচ্ছবি।”
এর আগে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, বিনোদন জগতের নেতিবাচক অভিজ্ঞতা তাকে মানসিক আঘাত-পরবর্তী উদ্বেগে ফেলে দিয়েছে।
পাকিস্তানের নাটকপ্রেমী দর্শকদের কাছে একসময় অত্যন্ত জনপ্রিয় ছিলেন আলিজেহ শাহ। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয় থেকে বেশ দূরে সরে গেছেন, মনোযোগ দিচ্ছেন ব্যক্তিগত জীবনে ও মানসিক সুস্থতায়।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													