‘৩৫ টাকায় চলত সংসার, তাতে বাবার হাফ বোতলও থাকত’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৫২, ৩১ অক্টোবর ২০২৫
 
						বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান আবারও নিজের জীবনের কঠিন অধ্যায়টি উন্মোচন করলেন। তার শৈশব কেটেছে দারিদ্র্য ও মানসিক টানাপোড়েনের মধ্যে। একসময়ের স্বচ্ছল পরিবার কীভাবে আর্থিকভাবে ধ্বংসের মুখে পড়ে, আর কীভাবে সেই সময় তার বাবার মদ্যপান তাদের জীবনে অন্ধকার নামিয়ে আনে — সেই কাহিনি উঠে এসেছে ফারাহর মুখে।
সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে নিজের শৈশবের কঠিন স্মৃতিচারণ করেন তিনি। ফারাহ জানান, তার বাবার একটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর তিনি গভীর হতাশায় ভুগতে শুরু করেন এবং ধীরে ধীরে মদে আসক্ত হয়ে পড়েন। পরিবারের আয় বন্ধ হয়ে গেলে তাদের বাড়ির ফ্লোর পর্যন্ত ভাড়া দিতে হয়।
ফারাহ বলেন,“আমাদের পুরো একটা ফ্লোর ছিল, কিন্তু পরে একে একে ফ্ল্যাট বিক্রি করতে হয়। শেষমেশ আমরা এক কামরার ছোট ঘরে গিয়ে ঠেকি। দুপুরে সেই ঘরটাই জুয়ারিদের কার্ড খেলার জন্য ভাড়া দেওয়া হতো,”
ফারাহ স্মৃতিচারণ করেন “ওই টাকায় দুধ, একটু সবজি আর বাবার কোয়ার্টার বা হাফ বোতল কিনতাম। কেউ যদি একদিন খেলতে না আসত, তাহলে পরের দিনের দুধ থাকত না,”
তিনি বলেন, “যেদিন দু’জন বেশি আসত, আমরা খুশি হতাম—ভেবেতো আজ মাটন হবে!”
এই অভিজ্ঞতা ফারাহকে আজও নাড়িয়ে দেয়। অর্থনৈতিক অনিশ্চয়তার ভয় আজও তার মধ্যে আছে। “এটা ছিল হ্যান্ড টু মাউথ জীবন। বাবাকে এভাবে ভেঙে পড়তে দেখা ছিল ভীষণ কষ্টকর। এখনো অ্যালকোহলের গন্ধ পেলেই শৈশবের ভয় ফিরে আসে,” বলেন তিনি।
বর্তমানে ফারাহ খান ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এর হোস্ট ও বিচারক হিসেবে টেলিভিশনে সক্রিয় আছেন। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে রাঁধুনি দিলিপকে নিয়ে নিয়মিত রান্নার ভিডিও বানাচ্ছেন।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													